বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোগে রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলা

মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোগে রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে যখন জাতীয় নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনীতি, তখন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন আড়ালে থেকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে তাদের জন্য রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলা ২০২৬ আয়োজন করে বিএইচ বিজনেস ক্লাব। 

উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। গত ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হয় এই শীতকালীন উদ্যোক্তা উৎসব। বিগত কয়েক বছর ধরে নারী উদ্যোক্তাদের কেন্দ্র করে মেলা, সেমিনার ও উদ্যোক্তা উৎসব আয়োজন করে আসা বিএইচ বিজনেস ক্লাবের এই আয়োজন ছিল তুলনামূলকভাবে আরও সংগঠিত ও সময়োপযোগী।

নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার ও আমন্ত্রিত অতিথিরা, যারা উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছেন। এই মেলায় অংশ নেন প্রায় অর্ধশত উদ্যোক্তা। একই ছাদের নিচে তারা তাদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরেন। ফ্যাশন, জুয়েলারি, কসমেটিকস, কিডস কালেকশন ও হোম ডেকরের মতো নানা ধরনের পণ্যের স্টল ছিল মেলায়। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ফুড স্টলগুলোতে, যেখানে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্যোক্তাদের উৎসাহ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে ছিল সংগীতানুষ্ঠান, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। যদিও মেলার মূল আকর্ষণ ছিলেন উদ্যোক্তারাই, তবে তাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও ‘আমরা করব জয়’ উদ্যোগের উপদেষ্টা জোহুরা হালিম লাভলি। তিনি বলেন, একই ছাদের নিচে পরিশ্রমী উদ্যোক্তাদের একত্র করা সাহসী উদ্যোগ। বর্তমানে অনেক জায়গায় সরকারি উদ্যোগে মেলা বন্ধ থাকায় বেসরকারি প্ল্যাটফর্মগুলোর এমন আয়োজন আরও বেশি প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিএইচ বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ফারজানা বুটিক্সের প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য নিয়মিত মেলার আয়োজন জরুরি, কারণ এতে অফলাইনে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে ওঠে।

সংগীতানুষ্ঠানের পাশাপাশি মেলায় ছিল বিশেষ আকর্ষণ হিসেবে ফ্যাশন শো। বিনামূল্যে এই ফ্যাশন শোতে অংশ নেন একাধিক উদ্যোক্তা, যারা নিজেদের তৈরি পোশাক ও জুয়েলারি নিজস্ব মডেলের মাধ্যমে প্রদর্শনের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে আরও ছিলেন ব্র্যান্ড প্রোমোটার ও জনপ্রিয় মডেলরা, যারা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড তুলে ধরেন দর্শনার্থীদের সামনে।

পুরো আয়োজনের কেন্দ্রে ছিলেন বিএইচ বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাত। তিনি মেলায় অংশগ্রহণকারী প্রতিটি উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন। জান্নাত বলেন, "আমার প্রত্যেকটা মেলা এজন্য করি কারণ আমার দিকে তাকিয়ে অনেক অনেক উদ্যোক্তারা আসেন স্টল নিতে, তাই আমার মূল উদ্দেশ্য তাদের সফলতা। মেলার মাধ্যমে যদি তাদের প্রচার হয় তাহলেই তারা উৎসাহিত হবে"।  মেলার শৃঙ্খলা রক্ষা ছিল বিএইচ বিজনেস ক্লাবের স্বেচ্ছাসেবক দল, যারা শুরু থেকে শেষ পর্যন্ত নীরবে দায়িত্ব পালন করে এবং স্টলারদের প্রতিটি সমস্যার সমাধানের চেষ্টা করেন। স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্বরূপ পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করেন বিএইচ বিজনেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা, ফারজানা আফরিন ।এবারের মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তার জন্য এটি ছিল প্রথমবারের মতো নিজেদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি মানুষের সামনে তুলে ধরার সুযোগ। অনেকেই ভালোবাসা ও যত্ন দিয়ে নিজেদের হাতে তৈরি পণ্যের স্টল সাজিয়েছেন, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

মেলার বাইরেও বিএইচ বিজনেস ক্লাবের কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে তারা আয়োজন করে বিভিন্ন ওয়ার্কশপ, যেখানে প্রোডাক্ট ফটোগ্রাফি, অনলাইন ব্যবসা পরিচালনা ও অফলাইন নেটওয়ার্কিংয়ের মতো বিষয়গুলো বাস্তবমুখীভাবে শেখানো হয়।
আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই বি এইচ বিজনেস ক্লাবের মূল উদ্দেশ্য। সরকারি উদ্যোগ সীমিত হয়ে আসার প্রেক্ষাপটে বেসরকারি পর্যায়ে এমন আয়োজন উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও নিয়মিত মেলা, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএইচ বিজনেস ক্লাব।এসব উদ্যোগই বিএইচ বিজনেস ক্লাবকে সাহস ও সম্ভাবনার প্রতীকে পরিণত করেছে।উদ্যোক্তাদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল