বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
হিলি প্রতিনিধি:
একমাস ২০দিন বন্ধ থাকার পর আজ থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
দুপুরে চাল বোঝাই দুটি ট্রাক ভারত থেকে দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে পুনরায় চাল আমদানি শুরু হয়।
হিলি স্থলবন্দরের ডিপি ইন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭টন ৬৩৬ কেজি চাল আমদানি করেন। বেশ কিছুদিন বন্ধের পর বন্দরে পুনরায় চাল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে উদ্ধমুখি চালের দাম নিয়ন্ত্রনে আনতে গত ১৮ই জানুয়ারী ২৩২জন আমদানিকারককে ২লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানির সকল প্রকৃয়া শেষে আজ দুপুর থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। আমদানি পুরোদমে শুরু হলে প্রতি কেজি চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা।
বর্তমানে হিলি বন্দরে প্রতি কেজি চিকুন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকায় বিক্রি হচ্ছে।
এমআই