বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারিন২০২৬) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ দেওয়া শেষ করেন।
এ সময় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তাদের সমর্থক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীরা হলেন-দিনাজপুর-৬ আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর সদর-৩ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম।
দিনাজপুর-১ আসনে বিএনপির মনজুরুল ইসলাম ও জামায়াতের মতিউর রহমান।
দিনাজপুর-২ আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী, জামায়াতের প্রার্থী আ ন ম আফজালুল আনাম।
দিনাজপুর-৪ আসনে বিএনপি'র আখতারুজ্জামান মিয়া ও জামায়াতের আফতাব উদ্দীন মোল্লা।
দিনাজপুর-৫ আসনে বিএনপি'র একেএম কামরুজ্জামান, এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানিয়েছে, দিনাজপুরের ৬টি আসনে বিএনপি থেকে ছয়জন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছরন।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণার প্রস্তুতি গ্রহণ করেছেন।
এমআই