বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলামী আন্দোলন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব হজরত মাওলানা মো. ওমর ফারুক নূরী দলীয় প্রতীক পেয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিয়ম বলেছেন, ইসলামী মূল্যবোধ জনকল্যানমূখি রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। হাত পাখা প্রতীকে ভোট দিয়ে বিজয় করলে চাষী শ্রমীক, খেটে খাওয়া মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটবে। মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়নে ঢেলে সাজানো হবে গ্রামীণ জনপদকে।
বুধবার বিবেলে নব্বইরশী বাসষ্ট্রান্ডে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ, ছাত্র আন্দোলন জেলা দাওয়া বিষয়ক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন পৌর শাখার সহ-সভাপতি আব্দুর রব মৃধা, উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা মো. গোলাম আহাদ, শ্রমীক আন্দোলনের সভাপতি মো. গোলাম রাব্বি, ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা মো. ওমর ফারুক নূরী তার দলীয় প্রতীক হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
এমআই