মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ও গণভোটে প্রথমবারের ২২ হাজার ৩৪৯ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এসব ভোটারের মধ্যে প্রবাসী ভোটার, নির্বাচনি কাজে সংশ্লিষ্ট কর্মরত সরকারি চাকরিজীবী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোট দিতে নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জেলায় মোট ২২ হাজার ৩৪৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৩৯৯ জন পুরুষ ও ৫ হাজার ৯৫০ জন নারী ভোটার নিবন্ধন করেছেন।
দিনাজপুরে ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মোট নিবন্ধন করেছেন ২ হাজার ৭৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৬৮ জন ও নারী ভোটার ৮১০ জন।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে মোট নিবন্ধন করেছেন ৩ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৮২ জন ও নারী ভোটার ৮৫৬ জন।
দিনাজপুর-৩ (সদর) আসনে মোট নিবন্ধন করেছেন ৪ হাজার ১৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৯০৩ জন ও নারী ভোটার ১ হাজার ২৫৬ জন।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মোট নিবন্ধন করেছেন ৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬২৬ জন ও নারী ভোটার ৮৮৬ জন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-চিরিরবন্দর) আসনে মোট নিবন্ধন করেছেন ৪ হাজার ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১২৭ জন ও নারী ভোটার ৯৫৫ জন।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নাবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মোট নিবন্ধন করেছেন ৪ হাজার ৪৮০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ২৯৩ জন ও নারী ভোটার ১ হাজার ৮৭ জন।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন জানান, মোট চার ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই চার ধরনের ব্যক্তির মধ্যে রয়েছেন প্রবাসী ভোটার, নির্বাচনি কাজে সংশ্লিষ্ট কর্মরত সরকারি চাকরিজীবী ভোটার, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ভোটার ও কারাগারে থাকা ভোটারগণ।
তিনি জানান, ২১ জানুয়ারির মধ্যে নিবন্ধনকৃত ভোটারদের নিকট পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তারা ভোট প্রদান করে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা আবারো রিটানিং কর্মকর্তার কাছ পাঠাবেন।
তিনি আরো জানান, দিনাজপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। হালনাগাদ ভোটার তালিকায় নতুন একলাখ ৫৫ হাজার ১৮ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন। নারী ভোটার ১ হাজার ৭৯৮ জন বেশি। জেলায় মোট ভোট কেন্দ্র ৮৪৪টি ও ভোট কক্ষ ৪ হাজার ৯৯৩টি।
এমআই