ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সদর আসনের ছাতনী দিয়ার এলাকার বটতলা মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় মহিলা জামায়াতের কর্মীদের বাধা ও হামলার অভিযোগ করেছেন দলটির ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।
শহরের মাদ্রাসা মোড় নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও সদর আসনের আসন পরিচালক আতিকুল ইসলাম রাসেল। এ সময় জামাতের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক ইউনুস আলী, সদর আমির মীর নুরুন্নবী , শহর আমির রাশেদুল ইসলাম, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন ও জেলা শিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জায়ামাত নেতারা বলেন, নিশ্চিত না পরাজয় জেনে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে জামায়াত কর্মীদের প্রচারণাকে বন্ধ করতে নানা ধরনের চক্রান্ত , হামলা ও বাঁধা প্রদান করছে। বিশেষ করে নারী কর্মীদের হেনস্থা ও হামলার মত ঘটনা ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানান তারা। এছাড়াও প্রচারণার প্রথম দিনেই এ ধরনের হামলা বিএনপি'র ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ বলে মনে করেন নেতারা। জামায়াত প্রার্থী ইউনুস আলী বলেন, এ ধরনের হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি সুপরিকল্পিতভাবে করা হচ্ছে । জামায়াত ইসলামের গণজোয়ার দেখে তারা ভীত হয়ে এ ধরনের কর্মকাণ্ড করছে। অবিলম্বে এসব বন্ধ করে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এর আগে দুপুরের দিকে জামায়াতের প্রচারণায় অংশ নেওয়া কর্মীরা জানান, তারা প্রচারণা শুরু করলে এলাকার বিএনপির কয়েকজন কর্মী তাতে বাঁধা প্রদান করে, এছাড়া তাদেরকে লাঞ্ছিত ও মারপিটের চেষ্টা করে। এতে এলাকাবাসী সমবেত হলে তারা পালিয়ে যায়। এ সময় জামায়াত-শিবির সমর্থকরা সমবেত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার পরপরই সেখানে জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত হন। ঘটনার পরপরই জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলে গিয়ে, কেউ ব্যক্তিগতভাবে হামলা চালালে বা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কারো প্রচারণায় কাউকে বাধা না দিতে অনুরোধ জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
এমআই