নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন বলেছেন, মতলবের মানুষের চাহিদা ধানের শীষ, মানুষ ধানের শীষ চায়। ঢাকাস্থ মতলব সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকার রমনা পার্কের ক্যাফেটেরিয়ায় এই সুধীজন মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার। এতে ঢাকায় অবস্থানকারী চাঁদপুর-২ আসনের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ, সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ড. জালাল বলেন, মতলববাসীর বড় সমস্যা হলো চাঁদাবাজ, দখলদারিত্ব, সন্ত্রাস এবং মাদক। আমার প্রথম কাজ হচ্ছে চাঁদাবাজ, দখলদারিত্ব, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে। এসময় তিনি মতলবের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সড়কপথে মতলবের সাথে দূরত্ব কমিয়ে আনার কাজ করবো। মতলবের ব্রীজটি দ্রুত শেষ করবো।
জালাল উদ্দিন বলেন, মতলব থেকে চাঁদপুর, ফরিদগঞ্জ, ফেনী দিয়ে চট্টগ্রামের সাথে বিকল্প সড়ক তৈরির ইচ্ছে আছে। মতলববাসীর দাবি, এলাকাবাসীর দাবি দেশরে উন্নয়নের জন্য, অর্থনীতির জন্য গুরুত্বপুর্ণ এই সড়ক করার আশা রাখি। পাশাপাশি আরেকটা সড়ক শরীয়তপুর হয়ে খুলনা, যশোর যাবে। তিনি বলেন, এটা বাস্তবায়ন করলে মতলব বাসীর মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ পানির সংকট হবেনা।
তিনি বলেন, কর্মসংস্থান তৈরি হবে। মা বোনদের জন্য আলাদা প্রকল্প থাকবে। প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। বেকার তরুণদের নিয়ে তিনি বলেন, তাদের কাজের কমতি থাকবে না মতলবে। মতলব হয়ে যাবে ব্যবসা-বানিজ্য, শিল্প-কারখানার কেন্দ্র। এবং একটা অত্যাধুনিক শহরে রুপান্তরিত হবে।
ড. জালাল উদ্দিন বলেন, এই লক্ষ্য নিয়েই, মতলবের সর্বস্তরের মানুষকে নিয়েই আগামীতে যদি আমাকে সংসদে পাঠানো হয়, ইনশাল্লাহ আমি কাজ করবো।
এসময় জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, মতলবের মানুষের চাহিদা ধানের শীষ। ধানের শীষের মার্কা যেহেতু পেয়েছি, মানুষ চাচ্ছে ধানের শীষ সংসদে যাক। সেই লক্ষ্যে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এমআই