মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
নির্বাচনী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
জনসভায় দুই লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াত নেতৃবৃন্দ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা জামায়াতের আমীর উপাধক্ষ্য শহিদুল ইসলাম মুকুল।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধির আগ্রহে অপেক্ষামাণ। এই বৈষম্যহীন নতুন বাংলাদেশে গড়া অগ্র সৈনিক ও মানবিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন। সফরকালে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনসভায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং নির্বাচনী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় ও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে পড়ে থাকা সাতক্ষীরাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সংবাদ সম্মেলনে জামায়াত আমীরের জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক, প্রশাসন,
আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনী ও সর্বস্তরের জনগণের একান্ত সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড, আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই