ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পোস্টার সাঁটিয়ে ‘না’ ভোটের প্রচার চালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি সংবলিত পোস্টার ছাপিয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৫ জানুয়ারী) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর মার্কেট এলাকায় দেয়ালে এসব পোস্টার লাগানো দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে— “সারা বাংলা হয়েছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট”, “অবৈধ নির্বাচন মানি না মানবোনা”, “গণভোটকে ‘না’ বলুন”। পোস্টারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখা, নাটোরের নাম উল্লেখ করা আছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পৌর মার্কেটের দেয়ালে আগে লাগানো “ চলো দেশ গড়ি” স্লোগান সংবলিত লেখাগুলো ঢেকে দিয়ে নতুন করে এই পোস্টার লাগানো হয়েছে। তাদের ভাষ্য, প্রকাশ্যে এ ধরনের পোস্টার লাগানো শুধু সাহস নয়, বরং ‘দুঃসাহসের পরিচয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, প্রশাসনের দুর্বলতার কারণেই এ ধরনের কর্মকাণ্ড বারবার ঘটছে। আমরা একাধিকবার প্রশাসনকে অভিযোগ দিয়েছি, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে ধরিয়ে দিলে উল্টো আমাদের বিরুদ্ধে মব করার অভিযোগ আনা হয়, অথচ অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের পোস্টার অপসারণ ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
এমআই