লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি মিলনায়তনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক এবং সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার। শীতার্ত মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সদর উপজেলার প্রায় একশ’ জন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পত্নী এবং তাদের সন্তানদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তাঁদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। অথচ জীবনের শেষ প্রান্তে এসে অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার কষ্টে দিন কাটাচ্ছেন। শীত মৌসুমে তাঁদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, “মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, তারা দেশের। তবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সবসময় চেষ্টা করে যাচ্ছে তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখতে।” তিনি এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সঞ্চালক মফিজুর রহমান মাস্টার বলেন, শীতার্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে কম্বল বিতরণ একটি সামান্য উদ্যোগ হলেও এতে ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অ আ আবীর আকাশ, আলমগীর হোসেন, রেজোয়ানুর রহমান রেজুসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।
'
এমআই