এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী শক্তির নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি দেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছেন। এর ফলেই সারাদেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. বাচ্চু বলেন, দেশের মানুষ আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই আস্থাই এখন তারেক রহমানের প্রতি প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিএনপি ব্যাপক সাড়া পাচ্ছে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ, যুব সমাজ এবং তৃণমূলের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির পাশে ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পাচ্ছে, এর পেছনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ ও সমাজ থেকে মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গাজীপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফরসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এমআই