বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এতে জাবির দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘বাড়িটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য রনি নামে এক শিক্ষার্থী তার সঙ্গী হাসিনুরকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে যান। দ্বন্দ্বের একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে উপস্থিত চারজনই আহত হন। সেখান থেকে রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ হওয়া শিক্ষার্থী রনির পিঠ, হাত, একটি চোখ পুড়ে গেছে।’
জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের অনেকাংশই অগ্নিদগ্ধ হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে আমাদের পুলিশ সদস্য অবস্থান করছেন।
একে