মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাছের ঘেরের বাঁধে লাগানো টমেটা তুলতে গিয়ে শ্যালো মেশিনে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তেতুলতলা গ্রামের রজব আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম ওরফে খোকার ছেলে মো. আব্দুর রহিম ওরফে সবুজ (৪২)।
শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, সদর উপজেলার তেতুলতলা মোড় এলাকায় মনিরুল ইসলামের একটি সাদা মাছের ঘের রয়েছে। শীত
মৌসুমে ঘেরের বাঁধে তিনি টমেটার চাষ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে মনিরুল টমেটা তুলতে গেলে হঠাৎ পা পিছলে ক্ষেতের মধ্য দিয়ে প্রবাহিত ঘেরের শ্যালো মেশিনের বৈদ্যুতিক মটরের তার উপর গিয়ে পড়েন। এতে লিখেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি টমেটা ক্ষেতের মধ্যে ছটফট করতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে পার্শ্ববর্তী ঘেরের মালিক সবুজ দ্রুত ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এসময় সবুজও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ঘটনাস্থল থেকে জনের মরদেহ উদ্ধার করে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিষ পাঠানো হয়েছে।
এমআই