অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্তর তেমহনীর রোজ ভিলা প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড়শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি সামছুল করিম খোকন। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবাধিকার শুধু কাগজে-কলমে নয়, বাস্তব কাজের মাধ্যমেও নিশ্চিত করতে হবে। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আহসান উল্লাহ তুহিন, সাংগঠনিক সম্পাদক একেএম মহিউদ্দিন খোকন, শরীফ উল্লাহ রানা, রাশেদুল ইসলাম, তাসলিমা আক্তার, শাহ সাফায়েত উল্লাহ কাদরী ও জসীম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা শীতার্ত মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ির শিশু শিল্পী সুবাইতা বিনতে করিম। তার কণ্ঠে তেলাওয়াত অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
কম্বল বিতরণ শেষে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এ কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। বাংলাদেশ মানবাধিকার কমিশনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এমআই