ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:
আওয়ামীলীগ ও বিএনপির তালিকা খুজলে অসংখ্য মুক্তিযোদ্ধা পাওয়া যাবে কিন্তু আরেকটি সংগঠন জামায়াত ইসলামী, যে সংগঠনের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা তো দুরের কথা শুধু রাজাকার আর রাজাকার পাওয়া যাবে। এমনটি মন্তব্য করেছেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ।
শনিবার দুপুরে বড়াইগ্রামের মাঁঝগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বড়াইগ্রামের বিএনপির পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিচ্ছে। এটার একটাই কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ ও বিএনপি। যেহেতু আওয়ামীলীগ এবার নির্বাচনে আসছে না সেহেতু আওয়ামীলীগের কর্মীদের পুরো সমর্থন এবার বিএনপির ধানের শীষের পক্ষে। এবং আগামী ১২ তারিখে নির্বাচনে বিএনপির ধানের শীষের জয় সুনিশ্চিত।
গনসংযোগে নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব শামসুল আলম রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, মাঁঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বয়াত রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমআই