তিতুমীর কলেজ প্রতিনিধি: "জাতীয় শোক দিবস ২০২১" উপলক্ষে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য এই তিনটি বিভাগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে শুদ্ধস্বর কবিতা মঞ্চ তিতুমীর কলেজ। ২রা আগষ্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ১০ আগস্ট পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলিঃ
০১।। প্রতিযোগীকে অবশ্যই কোনো উচ্চ মাধ্যমিক (কলেজ), জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হতে হবে।
০২।। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটো বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
০৩।। সম্পূর্ণ প্রতিযোগিতাটি অনলাইনে সম্পন্ন হবে। প্রতিযোগিতার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা গুগুল ফরমে দেওয়া লিংকে যুক্ত করে দিতে হবে।
০৪।। আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের বিষয়বস্তু অবশ্যই বঙ্গবন্ধু কেন্দ্রিক হতে হবে।
০৫।। আবৃত্তির ক্ষেত্রে কোনো আবহসংগীত ব্যবহার করা যাবে না এবং কণ্ঠস্বরে কোনো ইকো বা রিভাব দেওয়া যাবে না।
০৬।। সঙ্গীতের ক্ষেত্রেও আবৃত্তির শর্ত প্রযোজ্য তবে বাদ্যযন্ত্র নিজে বাজিয়ে ভিডিও ধারণ করতে পারবে।
০৭।। নৃত্যের ক্ষেত্রে ভিডিও ধারণ করার পর এডিট করে মূল গান যুক্ত করা যাবে।
৮।। ভিডিওতে অবশ্যই প্রতিযোগীর পূর্নাঙ্গ নাম থাকতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সাংস্কৃতিক সমন্বয় পরিষদের বিজ্ঞ ব্যক্তিবর্গ বিচারকার্য পরিচালনা করবেন। তিনটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রমানুসারে মোট নয়জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট ও বই উপহার দেওয়া হবে। উপহার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
বিজয়ীদের পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ১৬ই আগষ্ট শুদ্ধস্বর কবিতা মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজ (
www.fcacebook.com/SKM.GTC2015) থেকে একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ 01782200684 (সকাল ১০- রাত ৮ টা পর্যন্ত)
(তাহসিন প্রিন্স, তথ্য ও প্রচার সম্পাদক, শুদ্ধস্বর কবিতা মঞ্চ)
সময় জার্নাল/এমআই