স্পোর্টস ডেস্ক:
শুরু থেকেই খেলতে পারছিলেন না ঠিকঠাক। তবুও আশা ছিল হয়তো সময়ের সঙ্গে মানিয়ে নেবেন। কিন্তু সৌম্য সরকার আউট হয়েছেন রীতিমতো ‘আত্মাহুতি’ দিয়ে। হ্যাজলউডের লেগ স্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে নিয়েছেন স্টাম্পে। ফিরেছেন মাত্র ২ রান করে, খেলেছেন ৯ বল।
একাদশে ফিরলেন নাসুম, নেই তাসকিন-সাইফউদ্দিন
বাংলাদেশের মাটিতে লড়াই বলেই প্রথম টি-টোয়েন্টিতে দুই দলেই আছে স্পিন নির্ভরতা। বাংলাদেশের একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। ওদিকে অস্ট্রেলিয়া দলে আছে দুই স্পিনার অ্যাশটন অ্যাগার আর অ্যাডাম জ্যাম্পার উপস্থিতি।
দলে এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান। নাসুম-মুস্তাফিজকে জায়গা করে দিতে দলে জায়গা হারিয়েছেন জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ :
অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড
সময় জার্নাল/এম আই