স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া সিরিজের পরপরই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। তাদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কেন উইলিয়ামসনের দল, সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বুধবার (৪ আগস্ট) দুপুরে এসব জানা গেছে। সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্ল্যাকক্যাপরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরের পঞ্চম টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ড সিরিজেরও সবকটি ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। অবশ্য ম্যাচ শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি। তবে সবকটি ম্যাচই হবে দিবারাত্রির।
সময় জার্নাল/এমআই