স্পোর্টস ডেস্ক:
প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। এবার লড়াই দ্বিতীয় টি-টোয়েন্টির। যেখানে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। আগের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ম্যাচটি হেরেছিলেন ২৩ রানের ব্যবধানে। এবার আর সেই ভুল করলেন না। বেছে নিলেন ব্যাটিং। বুধবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
দুই দলের কেউই একাদশে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া খেলছে আগের ম্যাচের একাদশ নিয়েই।
বাংলাদেশ একাদশ :
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ :
অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
সময় জার্নাল/এমআই