সময় জার্নাল প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির সহযোগী ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব।
পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে আজ বুধবার রাত সাড়ে ৮টায় তার বাসায় অভিযান চালায় র্যাব।
টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজকে বের করে আনেন র্যাবের সদস্যরা।
অভিযানে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে র্যাব। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর-দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সময় জার্নাল/এসএ