শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: ২০১৮ সালের ১লা ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়ে ছোট ছোট সামাজিক উন্নয়ন মুলক কাজের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সুপ্রভাত।
সম্পূর্ণ তরুণ নির্ভর এই সংগঠন একাধারে, সুবিধাবঞ্চিত শিশুদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য "উঠান বিদ্যালয়", প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় "ফ্রি ডাক্টার ও ফ্রি মেডিসিন" সেবা, ত্রাণ বিতরণ, হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান, স্বেচ্ছায় রক্তদান, অবহেলিত রাস্তা মেরামত সহ দেশ সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
সুপ্রভাতের এই সকল কর্মকান্ড কে স্বাগত জানিয়ে "ইনভিন্সিবল স্মাইল" প্রতিষ্ঠাতা হৃদয় হাসান সুপ্রভাত এর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি আমাদেরকে জানান, "আমি বিশ্বাস করি, তরুণদের হাত ধরেই এই সমাজের পরিবর্তন আসবে। সুপ্রভাত এর কাজ গুলো আমার ভীষণ ভালো লেগেছে, আমি চাই এই কাজগুলো অব্যাহত থাকুক। বিত্তবানদের উচিত এইরকম তরুণ সংগঠনের পাশে এসে দাঁড়ানোর।"
সময় জার্নাল/এমআই