সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করে র্যাব।
এই মামলায় পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে। এসময় একই আইনে নজরুল রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
র্যাব জানায় , বনানী থানায় মামলায় দায়েরের পর পরীমণি ও তাঁর ম্যানেজার আশরাফুল ইসলামকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলেছে। আদালতে নেওয়া হবে নজরুল রাজ ও তাঁর ম্যানেজার সবুজ আলীকেও।
এর আগে র্যাব সদর দপ্তরে আজ এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, চিত্রনায়িকা পরীমণি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত ছিলেন এবং নিজ বাসায় তিনি 'মিনি বার' তৈরি করেছিলেন। যেখানে ডিজে পার্টি করা হতো। সেখানে মাদক গ্রহণ চলতো।
র্যাব জানায় তার কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ মাদক লাইসেন্স পাওয়া গেছে।
তার বাসা থেকে ১২০টি আগের ব্যবহার করা বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
সময় জার্নাল/এসএ