সময় জার্নাল রিপোর্ট : কওমি মাদ্রাসা খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদ্রাসাসমূহ খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
বৃহস্পতিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘এই তথ্য সত্য নয়।’
সময় জার্নাল/আরইউ