নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারী করোনার সংক্রমন রোধ ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে বিপাকে পড়া ২‘শতাধিক দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে “ঢাকাস্থ মাদারীপুর সোসাইটি” (ডিএমএস)।
শুক্রবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় শাহাজাদপুর খিঁলবাড়িরটেক এলাকায় ২ শতাধিক মানুষের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং ২ কেজি আটা এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কামাল হোসেন, আরিফ হোসেন, ইঞ্জিনিয়ার হোসেন এম বাপ্পি, খন্দকার রাকিব, ইঞ্জিনিয়ার মহব্বত হোসাইন, সাংবাদিক আবু বকর ছিদ্দিক, আবুল কালাম, মোহাম্মদ আবুল বাশার বেপারী, ডা. এম মোস্তাফিজ, এইচ এম বাইজিদ, মোঃ জীবন, মোঃ হারুন ও বিপ্লব সেন প্রমুখ।
সময় জার্নাল/ইএইচ