মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

ভারত সীমান্তবর্তী হিলিতে শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচী

শুক্রবার, আগস্ট ৬, ২০২১
ভারত সীমান্তবর্তী হিলিতে শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচী

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: দেশব্যাপি শুরু হওয়া গণহারে টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতেও শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচী।

আজ শনিবার সকাল ৯টা থেকে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২টি বুথে সাধারণ মানুষের মাঝে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এই টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকি, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

ভারত সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে মোট ২ হাজার ৪শ জনকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এরমধ্যে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২শ জন করে এবং প্রতিটি ইউনিয়নে ৬শ জন করে মোট ২ হাজার ৪শ জনকে প্রাথমিক পর্যায়ে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকি।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল