মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: দেশব্যাপি শুরু হওয়া গণহারে টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতেও শুরু হয়েছে গণহারে টিকাদান কর্মসূচী।
আজ শনিবার সকাল ৯টা থেকে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২টি বুথে সাধারণ মানুষের মাঝে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এই টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকি, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
ভারত সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে মোট ২ হাজার ৪শ জনকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এরমধ্যে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে ২শ জন করে এবং প্রতিটি ইউনিয়নে ৬শ জন করে মোট ২ হাজার ৪শ জনকে প্রাথমিক পর্যায়ে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকি।
সময় জার্নাল/এমআই