নিজস্ব প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস উপলক্ষে ৭ আগস্ট, শনিবার, রাত ৮ টায় কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা ও সংগীতানুষ্ঠান (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব সর্বাধিক, রবীন্দ্রনাথ সেটি করেছেন। রবীন্দ্রনাথ শিক্ষাকে মানবিক প্রযুক্তি হিসেবে দেখেছেন। রবীন্দ্রনাথ শিক্ষা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা একাধিক ভাষা শিখবো কিন্তু মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে।
আলোচনায় সম্মানীয় অতিথি ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোড অফ ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক ড. মহিবুল ইসলাম এবং এস এম হাসিবুর রশিদ তামিম। আলোচনা অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন এবং বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শুক্লা মজুমদার।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালযের প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
সময় জার্নাল/এমআই