বিনোদন প্রতিবেদন। সময় জার্নাল : এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার পর ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে। যেখানে অন্য অনেক অভিনয়শিল্পীর হাতে কাজ নেই কিংবা কর্মহীন হয়ে পড়ছেন,সেই পরিস্থিতিতে বুবলী নিয়মিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। পাশাপাশি বিজ্ঞাপনের কাজেও তাকে দেখা যাচ্ছে।
এসব প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার পেশাই হলো অভিনয় করা। তাই ছবি কিংবা বিজ্ঞাপন-কোনোটিতেই আমার অনাগ্রহ নেই। নির্মাতারা আমাকে তাদের ছবিতে অভিনয়ের সুযোগ দিচ্ছেন, এটি আমার জন্য সম্মানের একটি বিষয়। আমি তাদের পরিকল্পনা মতোই অভিনয় করে যাব। এছাড়া দর্শকের প্রতিও আমি কৃতজ্ঞ যে তারা আমাকে উৎসাহিত করেন। এগুলোর আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আশা করছি সবার শুভকামনা থাকলে আগামীতেও আমাকে নতুনভাবে দেখা যাবে।’
সম্প্রতি সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এর আগে একই পরিচালকের ‘ক্যাসিনো’ নামের ছবিটিতেও অভিনয়ে দেখা গেছে বুবলীকে। যদিও সেটি এখনো মুক্তি পায়নি। এছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’, মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’, শাহীন সুমনের ‘বিদ্রোহী’, আসিফ ইকবাল জুয়েলের ‘চোখ’ ছবিগুলোতে অভিনয় করেছেন।
বুবলীর এ এগিয়ে যাওয়ায় অনেকেই বেশ আশাবাদী তাকে নিয়ে। তারকা অভিনয়শিল্পীর সংকটে বুবলী যদি এভাবেই কাজ করতে থাকেন তাহলে ঢালিউডও লাভবান হবে; পাশাপাশি বুবলীর অভিনয় ক্যারিয়ারও সমৃদ্ধ হবে।
সময় জার্নাল/আরইউ