মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সেন্সরে তাসনুভার ‘কসাই’

বুধবার, মার্চ ১০, ২০২১
সেন্সরে তাসনুভার ‘কসাই’

বিনোদন ডেস্ক : বর্তমানে বেশ আলোচিত একটি নাম ‘তাসনুভা আনান শিশির’। দেশের প্রথম রূপান্তরিত নারী সংবাদ পাঠিকা তিনি। নারী দিবসে সংবাদ পাঠিকা হিসেবে যুক্ত হয়েছেন বৈশাখী টেলিভিশনে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে রীতিমতো ভাইরাল বনে গেছেন তাসনুভা।

কামাল হোসেন নামের ছেলেটার ডাকনাম ছিল ‘শিশির’। শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে তাসনুভা আনানে রূপান্তরিত করেছেন তিনি। হরমোন থেরাপি, মানসিক থেরাপিসহ বিভিন্ন ধাপ পার হয়ে ভারতের কলকাতায় গিয়ে অস্ত্রোপচারও করিয়েছেন। পরিবার, সমাজ সহজে মানবে না, এসব মেনে নিয়েই জীবনটা চালিয়ে নিয়েছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করে জীবনসংগ্রামে টিকে আছেন তাসনুভা। এইচএসসি পাসের পর থেকে তাসনুভার আসল লড়াই শুরু। পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও নিয়মিত অর্থের জোগানের নিশ্চয়তা ছিল না।

তাসনুভার বাড়ি বাগেরহাটে। ২০১৪ সাল থেকে তিনি ঢাকায়। সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর করেছেন। ২০০৬ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। বর্তমানে বটতলা থিয়েটার দলের সদস্য। ছোটবেলা থেকেই নাচতেন তাসনুভা। জাতীয় মানবাধিকার কমিশনেও কাজ করেছেন। তাসনুভা দুটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

সংবাদ পাঠিকা হওয়ার আগেই অভিনয় করেছেন ‘কসাই’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমায় ‘শিশির’ চরিত্রে দেখা যাবে তাসনুভাকে। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

তিনি আরো জানান, এরই মধ্যে সিনেমার ডাবিং এবং পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। আজ (১০ মার্চ) সেন্সরে প্রদর্শনের জন্য জমা হবে সিনেমাটি। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ নির্ধারণ করা হবে।

রূপান্তরিত নারী তাসনুভাকে ‘কসাই’ সিনেমায় কাস্টিং প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আমি কখনোই উনাকে তৃতীয় লিঙ্গের মানুষ মনে করিনি। আমি উনাকে একজন মানুষ হিসেবেই কাস্টিং করেছি। এটা উনি ভালো করেই জানে। কোনো অনুগ্রহ বা করুণা থেকে কাস্টিং করিনি, তার যোগ্য বলেই কাস্টিং করেছি।’

তাসনুভা আনান শিশির ছাড়াও ‘কসাই’ সিনেমায় আরো অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, এলিনা শাম্মী, কাজী নওশাবা, প্রিয়মনি প্রমুখ। সেন্সরের গণ্ডি পেরুলে আগে সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা অনন্য মামুন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল