নিজস্ব প্রতিবেদক। সময় জার্নাল : খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০ জনের।
বুধবার (১১ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল মঙ্গলবার খুলনা বিভাগে ২৫ জনের মৃত্যু ও ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে । এছাড়া যশোরে পাঁচজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭২৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৫১৬ জন।
সময় জার্নাল/আরইউ