ইসাহাক আলী, নাটোর: বাবাকে রাজাকার বলায় একই দলের সাবেক ও বর্তমান ৩ নেতার বিরুদ্ধে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর এ্যাডভোকেট ইশতিয়াক আহদেম ডলার। তিনি শহরের উত্তর বড়গাছা এলাকার ব্যবসায়ী মুন্সি আব্দুল হামিদ ওরফে সোনামিয়ার জেষ্ঠ সন্তান।
মামলায় আসামী করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম, নবগঠিত কমিটির সহ সভাপতি মলয় ভোমিক ও স্বেচ্ছাসেবকলীগের লীগ পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ।
মামলাটি আমলে নিয়ে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডারকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার বলা হয়, বাদী স্বেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও নাটোর কলেজের সাবেক ভিপি এবং বর্তমানে পৌর কাউন্সিলর ও আইন পেশায় নিয়োজিত। তার বাবা মুন্সি আব্দুল হামিদ ওরফে সোনামিয়া নাটোর শহরের একজন সুনামধণ্য ব্যবসায়ী। জেলা পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। যুদ্ধকালীন সময়ে তিনি কোন বিতর্কিত ভূমিকা রাখেননি। যুদ্ধ পরবর্তী ও বর্তমান কোন রাজাকারের তালিকায় তার নাম নেই। তার পরও স্বেচ্ছাসেবক লীগে নেতৃত্বে আসায় তার প্রতি ইর্ষান্বিত হয়ে কোন তথ্য উপাত্ত না দেখিয়ে আসামীরা দুই দফা সংবাদ সম্মেলন করে সোনামিয়াকে রাজাকার ও বাদী ডলারকে রাজাকারের সন্তান বলে অভিহিত ও প্রচার প্রচারনা চালিয়েছে। এই মিথ্যাচারের মাধ্যমে তার ও তার পরিবারের ব্যাপক সুনামক্ষুন্ন ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে। তাই তিনি সুবিচারের আশায় আদালতের দারস্থ হয়েছেন।
বুধবার দুপুরে আদালতের বিচারক এফএম গোলজার রহমান আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডারকে নির্দেশ দেন। এ সময় ইশতিয়াক আহমেদ ডলার ও তার আইনজীবি ছাড়াও আওয়ামীলীগ , স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আদালত চত্তরে উপস্থিত
ছিলেন।
সময় জার্নাল/এমআই