এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: বুধবার রাতে ফরিদপুরের মধুখালীতে এক রিকসা চালক নিহত হয়েছেন। তার নাম আব্দুল মালেক(৬৫)। বাড়ি মধুখালী পৌরসদরের ৩নং ওয়ার্ডের পূর্বগোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকায়। বৃহস্পতিবার দুপুর ১ টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মালেকের ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার পিতা প্রতিনিয়ত রাতের বেলায় মধুখালী রেলগেট, বাসস্ট্যান্ড এলাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে সাতটায় রিকসা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্যাসদি এলাকার মৃত মজনু মুন্সির বাড়ির পুকুর পাড়ে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারি চালিত রিকসাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
গোন্দারদিয়া গ্রামের মো.নজরুল ইসলাম জানান, লোকটি খুব কষ্ট করতেন। সাদামাটা ভাবে চলতেন। যে যা ভাড়া দিতেন তা নিয়েই সন্তুষ্ট থাকতেন। কখনও ভাড়া নিয়ে বাকবিতন্ডা করতেন না। নিহত মালেকের স্ত্রী,তিন ছেলে ও ২ মেয়ে রয়েছে।
মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট হতে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সময় জার্নাল/এমআই