সময় জার্নাল ডেস্ক : দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৬ জনে।
বুধবার ( ১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২টি নমুনা পরীক্ষায় এক হাজার ১৮ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৯৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৪ জনসহ মোট পাঁচ লাখ ছয় হাজার ৬১৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ শতাংশ। মৃত্যুবরণকারী সাত জনের মধ্যে চার জন পুরুষ ও তিন জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।
সময় জার্নাল/এমআই