আজাহার ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান করোনা জনিত ফুসফুসের জটিলতায় মারা গেছেন।
বুধবার বাদ জোহর তার রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ দোয়ার আয়োজন করে।
এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী উপস্থিত ছিলেন।
এছাড়া ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, গণিত বিভাগের সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী শহীদ মো. তারেকসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনা জনিত মারাত্মক ফুসফুসের জটিলতা নিয়ে মৃত্যুবরণ করেন প্রফেসর ড. সাইদুর রহমান। গত ২৫ ফেব্রুয়ারি ভোরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সময় জার্নাল/এমআই