সময় জার্নাল প্রতিবেদক : মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দ্বিতীয় দফা দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার এ অভিনেত্রীকে আদালতে হাজির করা হয়।
এ দিন পরীমনিকে আর রিমান্ডে নেওয়ার আবেদন করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনির জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা।
এ সময় জামিন আবেদন নামঞ্জুর করে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল।
আবেদনে বলা হয়, পরীমনি একজন প্রথম সারির চলচ্চিত্র নায়িকা। তিনি কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তাই জামিন দেওয়া হলে তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বন্দি থাকলে বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ভঙ্গেরও সম্ভাবনা আছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা পরীমনিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তিনি লিখেছেন, পরীমনিকে জামিন দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
বেলা ১১টা ৪০ মিনিটে তাকে একটি মাইক্রোবাসে করে হাজতখানা থেকে আনে সিআইডি। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। ৪ ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার করে পরীমনিকে রিমান্ডে নেওয়া হয়। প্রথমে ৪ দিনের জন্য, দ্বিতীয় দফায় আরও ২ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।
সময় জার্নাল/এসএ