আয়নাবাজি’র মাসুমা রহমান নাবিলা আজকাল বেশি বেশি পাঠাও রাইডস নিচ্ছেন। কারণ পাঠাওয়ে রাইড নিয়ে তিনি দেশের বাড়ি যেতে চান ‘উঠাও’ এ!
ঈদ উপলক্ষে পাঠাও ইউজারদের জন্য বিশেষ হেলিকপ্টার সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও। বিশেষ এ হেলিকপ্টার সার্ভিসটির নাম দেওয়া হয়েছে ‘উঠাও’।
সম্প্রতি পাঠাওয়ের ফেসবুক পেজে নাবিলার একটি ভিডিও দেখা যায়। যেখানে নাবিলাকে পাঠাওয়ের ঈদের বিশেষ অফার উঠাও-এর প্রচারণা চালাতে দেখা গেছে।
পাঠাও পেজে নাবিলার ভিডিও
পাঠাওয়ের ফেসবুক পেজে ৩ জুন, পাঠাওয়ের ঈদ সার্ভিস ‘উঠাও’-এর এ প্রচারণার ভিডিওতে নাবিলাকে দেখা যায়।
ফেসবুক পেজে পাঠাও কর্তৃপক্ষ জানায়, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ১০টি বা তার বেশি রাইড নেওয়া সব পাঠাও ব্যবহারকারীদের মধ্য থেকে তিনজন ভাগ্যবান ব্যবহারকারী পাবেন হেলিকপ্টারে করে বাড়ি যাওয়ার এই সুযোগ।
২৩ রমজান বিজয়ী তিনজনের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এই সুযোগটি শুধু ঢাকার সকল রাইড নেওয়া ইউজারদের জন্য প্রযোজ্য।