ইসাহাক আলী। নাটোর: জেলার গুরুদাসপুরের বিলশা এলাকায় পিকনিকের নৌকার জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি জড়িয়ে গিয়ে খাদিজা বেগম নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে গুরুদাসপুর জুমাইনগর গ্রামের ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে গুরুদাসপুর থানার মোল্লা বাজার হতে নৌকা যোগে সিংড়া থানার তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়। পথে বিলদহর বাজার পৌঁছলে নৌকার জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগমের শাড়ি পেঁচিয়ে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খোদেজার মৃতদেহ বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে রাখা হয়েছে। স্ত্রী খোদেজা বেগম (৪৮) জুমাইনগর গ্রামের শফিকুল ইসলাম’র স্ত্রী।
সময় জার্নাল/আরইউ