ডা. নাজিরুম মুবিন :
কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোভিড-১৯ এর উপসর্গের মধ্যে কিছু মিল ও অমিল আছে।
যেকোন ভ্যাকসিন নেওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর অর্থ ভ্যাকসিন আপনার শরীরে কাজ করছে। অল্প কয়েকদিনের মধ্যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেরে যায়। কিন্তু যদি প্রতিক্রিয়াগুলো ১ সপ্তাহের বেশি সময় ধরে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
কোভিড-১৯ ভ্যাকসিন আপনাকে ৪ ভাবে প্রতিরক্ষা দিবে-
১) কোভিড আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে
২) আক্রান্ত হয়ে গেলে রোগের তীব্রতা কমিয়ে দিবে
৩) হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমাবে
৪) কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা কমাবে
এই প্রতিরক্ষাগুলো বাংলাদেশে প্রচলিত সবগুলো ভ্যাকসিনে কম-বেশি পাবেন এবং তা একদমই বিনামূল্যে।
তাই দ্রুত ভ্যাকসিন নিয়ে ফেলুন এবং আপনার বন্ধু স্বজনদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করুন।
Dr. Nazirum Mubin is a physician with experience in oncology and internal medicine. Skilled in public health research and creative writing.