মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ইন্দোনেশিয়ার হচ্ছে স্পেসএক্সের নতুন লঞ্চপ্যাড!

বুধবার, মার্চ ১০, ২০২১
ইন্দোনেশিয়ার হচ্ছে স্পেসএক্সের নতুন লঞ্চপ্যাড!

প্রযুক্তি ডেস্ক : সব জল্পনাকে সত্যি করে ইন্দোনেশিয়ায় কি নির্মাণ হতে চলেছে আন্তর্জাতিক মহাকাশবন্দর! আশ্চর্য হলেও বিষয়টির সত্যতা কিছুটা মিলেছে। 

ইন্দোনেশিয়ার সরকার এরই মধ্যে স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে আলাপ করে এমন প্রস্তাব দিয়েছেন। দেশটির সরকার চায় এলোন মাস্ক একটি ছোট দ্বীপে একটি নতুন  নির্মাণ করুক।

তবে বাসিন্দারা বলছে যে এটা জীবিকা এবং পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিয়াক দ্বীপের স্থানীয়রা  স্পেসএক্সকে সেখানে একটি লঞ্চপ্যাড নির্মাণের জন্য আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন বিয়াক আদিবাসী প্রধান দ্যা গার্ডিয়ানকে বলেছেন যে মহাকাশযান "আমাদের জীবনযাত্রার উপর নির্ভরশীল প্রকৃতির ক্ষতি করবে।"

দেশটির সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডিসেম্বরে এলোন মাস্কের সাথে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন।

ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার সরকার স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলোন মাস্ককে পাপুয়া প্রদেশের বিয়াক দ্বীপে একটি রকেট উৎক্ষেপণ সাইটের প্রস্তাব দেয়।

মাস্ক এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ডিসেম্বরে ফোনে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং ইলন মাস্ক সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি দেখার জন্য জানুয়ারিতে দ্বীপে একটি দল পাঠানোর পরিকল্পনা করছেন।

কিন্তু দ্বীপের একজন আদিবাসী প্রধান মানফুন স্রয়েয়ার মঙ্গলবার দ্যা গার্ডিয়ানকে বলেন যে তিনি উদ্বিগ্ন যে পাপুয়ানদের তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে। তিনি বলেন, "এই মহাকাশবন্দর আমাদের ঐতিহ্যবাহী শিকারের জন্য খরচ করবে, যা আমাদের জীবনযাত্রার উপর নির্ভর করে প্রকৃতির ক্ষতি করবে। কিন্তু, যদি আমরা প্রতিবাদ করি, তাহলে আমাদের অবিলম্বে গ্রেফতার করা হবে।"

তবে স্পেসএক্সের এটাই একমাত্র রকেট উৎক্ষেপণ সাইট নয় যা বিয়াকের উপর নির্মিত হতে পারে। রাশিয়ার এরোস্পেস এজেন্সি রসকসমস ২০২৪ সালের মধ্যে এই দ্বীপে একটি লঞ্চপ্যাড তৈরি করতে চায় বলে আগ্রহ প্রকাশ করেছে।

"২০০২ সালে রাশিয়ানরা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আমাদের জমি চেয়েছিল। আমরা প্রতিবাদ করেছি এবং অনেককে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে... এখন তারা এটা ফিরিয়ে এনেছে, এবং এই হয়রানি এবং ভীতি এখনো চলছে," দ্যা গার্ডিয়ানকে বলেন স্রয়ের।

ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম তামা এবং নিকেল মজুদ আছে। টেসলার বৈদ্যুতিক যানবাহনেরজন্য রকেট এবং ব্যাটারি তৈরির জন্য এ দুটি উপাদান বড় ভুমিকা রাখতে পারে সেজন্যই এই উদ্যোগ বলে স্থানীয়রা ভাবছেন।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক সরকারের ডিসেম্বরের বিবৃতি অনুসারে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে ইতোমধ্যে ইন্দোনেশিয়া সরকারের সাথে আলোচনা করছে।

সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার গার্ডিয়ানকে বলেন, পাপুয়ান সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের দিক থেকে পরিকল্পিত লঞ্চপ্যাড তৈরি করা হচ্ছে।

তারা আরো বলেছে যে বিয়াক একটি "মহাকাশ দ্বীপ" হয়ে উঠবে যা সেখানে বসবাসকারীদের জন্য "ইতিবাচক অর্থনৈতিক প্রভাব" আনবে।

মাস্ক মহাকাশ অভিযান তার স্টারশিপ রকেটের মাধ্যমে মঙ্গলে লোক পাঠাতে চায়। ৩ মার্চ টেক্সাসের বোকা চিকায় সফলভাবে অবতরণের পর রকেট প্রোটোটাইপের তৃতীয় পরীক্ষামূলক ফ্লাইট বিস্ফোরিত হয়।

স্পেসএক্স তার ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে স্টারলিংকনামে বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ তৈরি করতে। এই উৎক্ষেপণবর্তমানে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত হয়।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল