রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোমবার, আগস্ট ১৬, ২০২১
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২৩) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের ভীমপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা দিনাজপুর সদর উলিপুর গ্রামের মাকসুদুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এস.আই) সাগর সরকার জানান,জয়পুরহাট থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভীমপুর নামকস্থানে পৌছালে হিলি থেকে জয়পুরহাটের দিকে যাওয়া মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন, নিহতের স্বজনরা আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল