মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

খুলনায় একদিনে ২২ জনের প্রাণহানি

সোমবার, আগস্ট ১৬, ২০২১
খুলনায় একদিনে ২২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ৪৭১ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৩ জন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল