তিতুমীর কলেজ প্রতিনিধি: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এখন থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের বেতন, ভর্তি ও পরীক্ষার ফি সহ অন্যান্য সকল ফি অনলাইনে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারবে।
এ লক্ষে ১৮ আগস্ট (বুধবার) তিতুমীর কলেজ প্রশাসনের সাথে নগদ, বিকাশ ও ডিবিবিএল এর চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তিতুমীর কলেজে ফিস কালেকশন অটোমেশন প্রক্রিয়ার সূচনা হলো।
চুক্তি্র বিষয়ে নিশ্চিত করে তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, এখন থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের সকল ধরণের ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবে।
সময় জার্নাল/এমআই