সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৩৬৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৬০ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৯০ জন রোগী। গত ৮ আগস্ট ২০২১ইং তারিখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু করা হয়।
এদিকে কেবিন ব্লকে করোনা সেন্টারে ১৮ আগস্ট পর্যন্ত ১২ হাজার ৪ শত ৫৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৪ শত ৫৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৩ শত ৭৭ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৫৫ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন।
এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৮ আগস্ট পর্যন্ত ১ লক্ষ ৭৭ হাজার ৯ শত ১১ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ১২ হাজার ৬ শত ৮৪ জন রোগী সেবা নিয়েছেন।
৯৩ হাজার ২ শত ২৬ জনের প্রথম ডোজ ও ৫৯ হাজার ৪ শত ৮২ জনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে ১৮ আগস্ট ১ শত ৭৮ জনসহ মোট ৩৩ হাজার ৩ শত ৫৪ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। এদিন ৭ শত ১১ জনসহ সিনোফার্মের ভেরোসেল প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৭৮ জন। এছাড়াও গত ১৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫ শত ৬৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন।
১৮ আগস্ট পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মসহ মোট ৯৩ হাজার ২ শত ২৬ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। এ সময় পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৫ শত ৫০ জন। ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ১ শত ৭২ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৭ শত ৬০ জন।
মোট ৫৯ হাজার ৪ শত ৮২ জনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় সূত্র।
সময় জার্নাল/ইএইচ