বিনোদন প্রতিবেদন। মূলত একজন নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় তারিন। তবে মাঝে মধ্যে ছবিতেও অভিনয়ে দেখা যায় তাকে।
এসব কাজের পাশাপাশি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা গানের ভিডিওতে অংশ নিয়েছিলেন।
‘রক্তমাখা সিঁড়ি’ নামের সেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নিশীতা বড়ুয়া। সুজন হাজংয়ের কথায় গানটির সুর করেছিলেন সুমন কল্যাণ। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছিলেন সোহেল রানা বয়াতী।
জাতীয় শোক দিবস উপলক্ষে ভিডিওসহ গানটি ইউটিউবে প্রকাশ হয়। এরপর থেকেই এতে পারফর্ম করার জন্য প্রশংসায় ভাসছেন তারিন।
এ প্রসঙ্গে তারিন বলেন, আমি বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখিনি। আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, তারা বঙ্গবন্ধুকে জানতে চেষ্টা করেছি বইয়ের পাতায়। বঙ্গবন্ধুর প্রতি সেই শ্রদ্ধা, ভালোবাসা, আবেগের জায়গা থেকে এই প্রথম কোনো মিউজিক্যাল ফিল্মে অংশগ্রহণ করেছি।
এদিকে গত ঈদেও তারিন প্রশংসিত হয়েছেন কয়েকটি নাটক, টিভি ফিচার ফিল্মে অভিনয় করে। এছাড়া লকডাউনের পরপরই তারিন হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিনগুলো’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।
সময় জার্নাল/আরইউ