অনেক হয়েছে রাশা-আমেরিকা এবার তাহলে থামো,
আফগানরাই কাবুলকে চেনে, দিতে পারে তার দামও।
বরফ মেশানো পাথুরে জমিনে কত শ্রমে, কত ঘামে
ওরাইতো জানে সোনা ফলে কিসে ফসলের মৌসুমে,
ধুধু প্রান্তর হয় উর্বর বরফ গলানো জলে
শক্ত দু'হাতে ফসল ফলায় শুষ্ক মাটির কোলে।
ওরা অবাধ্য, কার আছে সাধ্য নিয়মে ওদের বাঁধে?
আল্লাহকে ছাড়া কাউকে মানেনা পড়েনা লোভের ফাঁদে।
আরাম -আয়েশ, ভোগের খায়েশ সবই তার কাছে মিছে
স্বাধীনতা তাই লুটোপুটি খায় যোদ্ধা জাতির পিছে।
ওদের মেয়েরা অজ্ঞাতনামা অন্তঃপুরেই থাকে
পিতা -ভ্রাতা-পতি-পুত্রেরা প্রেমে আহ্লাদে বেঁধে রাখে।
আফগান নারী কিযে আহামরি নিজের ঘরের রানী!
নাইবা জানলো জনকোলাহল তাদের রুপকাহিনী।
ওদের শিশুরা শ্লোগান মানেই তাকবীর দেওয়া বোঝে
মা'র কোল ছেড়ে যখনই দাঁড়ায়, মুক্ত আকাশ খোঁজে।
ওরা নির্ভিক বীর সৈনিক হারতে শেখেনি কভু
যতবার মরে, ততবার মারে শির উঁচু থাকে তবু।
জন্মভূমিকে ভালোবাসে যারা প্রাণটি উজাড় করে,
জন্মভূমির মূল্য কেবল সে জাতিই দিতে পারে।
রাশা-আমেরিকা, বিশ্ব নেতারা নিজের দেশেই থাকো
যে শিশু যেখানে জন্মালো তাকে সে মাটির কোলে রাখো।