মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে আপন মাকে হত্যাচেষ্টার মামলায় দুই পুত্র ও তাদের পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এদিন ওই দুই সন্তানের মাতা আরজু বেগম (৩৮) রামগতি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তার দুই ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও মো. আরিফ হোসেন (১৯) এবং স্বামী মোঃ আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তারা উপজেলার চর রমিজ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের নুর ইসলামের বাড়ীর বাসিন্দা।
থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগষ্ট স্বামী আনোয়ার হোসেনের নেতৃত্বে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে তার দুই সন্তান মিলে আরজু বেগমকে লাড়কি দিয়ে বেদড়ক মারধর করে। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় তিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান জানান, ভূক্তভোগী নারীর পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই