রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফরিদুল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে
আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় সোনাহাট ব্রীজের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলের মৃত্যু হলে বৃহস্পতিবার সাইফুরসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। নিহত ফরিদুল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট ব্রীজের পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌঁছলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ব্রীজগাড় এলাকার কাদের আলীর পূত্র সাইফুর ও তার দুইভাই তার পথরোধ করে সাইফুরের বাড়িতে তুলে এনে বেধরক মার পিট করে। এতে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান। অবস্থার অবনতি
হলে ফরিদুলকে উন্নত চিকিৎসার জন্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে সাইফুর (৩৮) সোহেল রানা (৩৫) ও রয়েল রানা কে আটক করে পুলিশ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তিন আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময় জার্নাল/এমআই