স্পোর্টস ডেস্ক। সময় জার্নাল : জাতীয় দলের হয়ে গত মৌসুম স্বপ্নের মতো কাটিয়েছেন লিওনেল মেসি। জিতেছেন বহুল কাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপা। তবে গত মৌসুমে তার ক্লাব বার্সেলোনার হয়ে খুব একটা ভালো করতে পারেননি এই আর্জেন্টাইন সেনসেশন। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগা জিততে পারেনি বার্সা।
এবারের ব্যালন ডি অর জেতার দৌড়ে নাম শোনা গেলেও এই আর্জেন্টাইন তারকার জায়গা হয়নি উয়েফার বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়। পুরস্কারটি দেওয়া হয় মূলত উয়েফার আয়োজিত টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। গত মৌসুমে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছে মেসির দল বার্সেলোনা। তাই খুব বেশি খেলার সুযোগও মেলেনি তার।
উয়েফার এবারের বর্ষসেরা ছেলে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় স্থান করেছেন তিনজন। সবাই গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন। ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন চেলসির দুই ফুটবলার এনগোলো কন্তে ও জর্জিনিও।
সময় জার্নাল/আরইউ