দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির(২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়েজিদ ফকির উপজেলার বোড়াশী ইউনিয়নের চর পাথালিয়া গ্রামের এমদাদ ফকির ছেলে । এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দূর্ঘটনা স্থলে গাছ কেঁটে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় ২ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুইদিকে শত শত গাড়ি আটকা পড়ে । পরে পুলিশ প্রসাশনের অনুরোধে যান চলাচল স্বাভাবিক হয় ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় খুলনার থেকে আসা একটা লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা সড়কে দুই ঘন্টা অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসের ভিত্তি এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/আরইউ