সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
এখন থেকে ডিপ্লোমা-এমফিল (নন-রেসিডেন্সি) কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকেরা মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সম্পর্কিত এক আদেশ জারি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত ঐ আদেশে বলা হয়, ‘বিএসএমএমইউর নন-রেসিডেন্সি এমফিল, এমমেড, ডিপ্লোমা, এমপিএইচ ইত্যাদি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারি সুযোগ-সুবিধা এবং বেতন ভাতাদি প্রাপ্য হচ্ছেন না, তাদের মাসিক ২০ হাজার টাকা করে পারিতাষিক প্রদানের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণারয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।’
এ অবস্থায় জুলাই ২০২০ সেশন থেকে নন-রেসিডেন্সি এমফিল, এমমেড, ডিপ্লোমা, এমপিএইচ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় ব্যক্তিগত ব্যাংক হিসাব খুলে পরিতোষিক গ্রহণের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ ও প্রত্যয়ন করে বকেয়া বিলসমূহ ও প্রতিমাসের পারিতোষিক বিল পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে পরিচালকের (অর্থ ও হিসাব) দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল