জবি প্রতিবেদক।সময় জার্নাল : রাজধানীর উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. মিসবাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘রোববার রাতে এ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (২৩ আগস্ট) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মিসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ১৩তম ব্যাচের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মিসবাহের সহপাঠীরা সাংবাদিকদের জানান, ‘বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিলো। অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। কয়েকদিন ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিলো না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং মেডিকেলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি।’
সময় জার্নাল/